Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!.

নএসআই (NSI) নিয়োগ পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলী- কি পড়বেন? | ejobscircular24

Government - Non Government job circular and news of Bangladesh

নএসআই (NSI) নিয়োগ পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলী- কি পড়বেন?


নএসআই নিয়োগ পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলী●● বাছাই পরীক্ষাঃ
প্রার্থীকে প্রথমে ১০০ নম্বরের বাছাই পরীক্ষা বা প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে হবে। প্রিলিমিনারির ১০০ নম্বর পরীক্ষার মানবন্টন নিম্নরূপঃ
১) বাংলা = ১০ নম্বর
২) ইংরেজি = ১০ নম্বর
৩) অংক = ১৫ নম্বর
৪) বাংলাদেশ বিষয়াবলী = ২০ নম্বর
৫) আন্তর্জাতিক বিষয়াবলী = ১৫ নম্বর
৬) দৈনন্দিন বিজ্ঞান = ১০ নম্বর
৭) কম্পিউটার ও তথ্য প্রযুক্তি = ১০ নম্বর
৮) বুদ্ধিমত্তা যাচাই অভীক্ষা (মানসিক দক্ষতা) = ১০ নম্বর
___________________________
মোট = ১০০ নম্বরRelated Posts:...........

প্রধানমন্ত্রীর কার্যালয় National Security Intelligence (NSI)  এর বিগত সালের প্রশ্ন সমাধান

●● লিখিত পরীক্ষাঃ
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।
___________________________
লিখিত পরীক্ষায় মোট = ১০০ নম্বর
___________________________
●● কি পড়বেন?

১) প্রিলিমিনারি টেস্টের জন্যঃ বিসিএস এর সিলেবাস অনুসারে আপনার সংগ্রহে থাকা বইগুলো থেকে উপর্যুক্ত বিষয়গুলো পড়ুন। টার্গেট করে জব সলুশান পড়ুন; আগে একবার শেষ করেন। জব সলুশানটা একটু ধীরে ধীরে পড়ুন। ব্রেনে ঢুকান ভাল করে; দ্রুত পড়তে গিয়ে অনেক কিছু ব্রেন থেকে ডিলিট হয়ে যাবে। পড়ার সময় একটা নোটবুক কাছে রাখুন। মনে থাকে না বা অপরিচিত এমন বিদঘুটে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নোট করে রাখুন। ধরে নেন আপনি সর্বোচ্চ ২ মাস সময় পাবেন। উল্লেখ্য, প্রিলিমিনারির প্রশ্নের ধরণটা বিসিএস প্রিলির সিলেবাসের সাথে ৮০ ভাগ মিল আছে। এজন্য আগে ১০ম-৩৬তম বিসিএস প্রিলির প্রশ্ন সমাধান করুন। সাথে নন-ক্যাডার ও অন্যান্য পরীক্ষার প্রশ্নও দেখুন। আর একটা কথা – জব সলুশান থেকে পড়ার সময় খেয়াল করবেন, কোন কোন প্রশ্নপত্রে “প্রধানমন্ত্রীর কার্যালয়ে………….পরীক্ষা” অথবা “জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা” এমন শিরোনাম আছে; ওগুলোই মূলত এনএসআই-য়ের বিগত বছরের প্রশ্নপত্র।
২) লিখিত পরীক্ষার জন্যঃ যেকোন নন-ক্যাডার নিয়োগ সহায়িকা পড়ুন (প্রফেসরস প্রকাশনীর বই পড়তে পারেন)। অথবা, সিলেবাস অনুসারে বিসিএস রিটেনের বইও দেখতে পারেন।
___________________________
●●লিখিত পরীক্ষার প্রশ্নের ধরণঃ
সহকারী পরিচালক (AD) - জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (লিখিত প্রশ্ন ২০১৫) ঃ
১। ম্যাথ ২ টা = ১৬ নম্বর
২। বাংলা গল্প = ১০ নম্বর (আংশিক দেওয়া ছিল সেটা শেষ করা)
৩। টীকা (বাংলা ও ইংলিশ) = ১০ নম্বর
৪। গোয়েন্দা সংস্থার নাম = ১০ নম্বর
৫। মাননীয় প্রধানমন্ত্রীর নেদারল্যান্ড সফর নিয়ে চুক্তি (ইংলিশ) = ৬ নম্বর
৬। জঙ্গিবাদ দমনে সরকারের সফলতা ও কি কি পদক্ষেপ নেওয়া উচিত (বাংলাদেশ) = ১০ নম্বর
৭। রোহিঙ্গ সমস্যা = ১০ নম্বর
৮। সুচির প্রেসিডেন্ট না হওয়ার কারন (ইংলিশ) = ৪ নম্বর
৯। মিয়ানমারের নির্বাচন = ৪ নম্বর
১০। সাইবার ক্রাইম (ইংলিশ) = ১০ নম্বর
১১। ভিআইপির নিরাপত্তা নিশ্চিত করতে এন এস আই-এর পরিচালকের ভূমিকা = ১০ নম্বর
___________________________
শুভেচ্ছান্তে,
B. M. Ajgar Ali
BSS & MSS (Economics)
Khulna University
 ------------------------
প্রধানমন্ত্রীর কার্যালয় National Security Intelligence (NSI)  এর বিগত সালের প্রশ্ন সমাধান
সহকারী পরিচালক (AD) - জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (লিখিত প্রশ্ন ২০১৫) ঃ
১। ম্যাথ ২ টা = ১৬ নম্বর
২। বাংলা গল্প = ১০ নম্বর (আংশিক দেওয়া ছিল সেটা শেষ করা)
৩। টীকা (বাংলা ও ইংলিশ) = ১০ নম্বর
৪। গোয়েন্দা সংস্থার নাম = ১০ নম্বর
৫। মাননীয় প্রধানমন্ত্রীর নেদারল্যান্ড সফর নিয়ে চুক্তি (ইংলিশ) = ৬ নম্বর
৬। জঙ্গিবাদ দমনে সরকারের সফলতা ও কি কি পদক্ষেপ নেওয়া উচিত (বাংলাদেশ) = ১০ নম্বর
৭। রোহিঙ্গ সমস্যা = ১০ নম্বর
৮। সুচির প্রেসিডেন্ট না হওয়ার কারন (ইংলিশ) = ৪ নম্বর
৯। মিয়ানমারের নির্বাচন = ৪ নম্বর
১০। সাইবার ক্রাইম (ইংলিশ) = ১০ নম্বর
১১। ভিআইপির নিরাপত্তা নিশ্চিত করতে এন এস আই-এর পরিচালকের ভূমিকা = ১০ নম্বর

No comments:

Post a Comment

Copyright © ejobscircular24