Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!.

জেএসসি প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয় | ejobscircular24

Government - Non Government job circular and news of Bangladesh

জেএসসি প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়বহু নির্বাচনী প্রশ্ন


১।    ভয়াবহ দুর্ভিক্ষ ছিয়াত্তরের মন্বন্তরে মৃতের সংখ্যা ছিল প্রায়—

     ক. এক কোটি

     খ. দেড় কোটি

     গ. দুই কোটি

     ঘ. তিন কোটি

২।    চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে ব্রিটিশদের অনুগত জমিদার শ্রেণি তৈরি করা হয় কখন?

     ক. ১৭৯২ সালে

     খ. ১৭৯৩ সালে

     গ. ১৭৯৪ সালে

     ঘ. ১৭৯৫ সালে

৩।    ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহের নেতৃত্ব দেন—

     i. সিপাহি মঙ্গলপাণ্ডে

     ii. হাবিলদার রজব আলী

     ররর. এ কে ফজলুল হক

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii

     খ. ii ও iii

     গ. i ও iii

     ঘ. i, ii ও iii

৪।    বধ্যভূমিকে কিসের প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়?

     ক. গণহত্যা ও বর্বরতা    

     খ. সামরিক প্রশিক্ষণের কেন্দ্র

     গ. পাকিস্তানের ক্যাম্প      

     ঘ. পুলিশ ও আনসারের ব্যারাক

৫।    পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

     ক. রেসকোর্স ময়দানে    

     খ. পল্টনে

     গ. রমনা পার্কে        

     ঘ. চন্দ্রিমা উদ্যানে

৬।    ১৯৭০ সালে জয়ী হলেও আওয়ামী লীগ ক্ষমতায় না যেতে পারার কারণ—

     i. জুলফিকার আলী ভুট্টোর ষড়যন্ত্র

     ii. পাকিস্তানি শাসকের ভীতি

            iii. যোগ্য লোকের অভাব

     নিচের কোনটি সঠিক?

     ক. iও ii

     খ. ii ও iii

     গ. i ও iii

     ঘ. i, ii ও iii

৭।    বাংলার বিখ্যাত মসলিন কাপড় ছিল—

            i. অতিসূক্ষ্ম

     ii. দামে সস্তা

     iii. খুব উন্নতমানের

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii

     খ. ii ও iii

     গ. i ও iii

     ঘ. i, ii ও iii

৮।    কোন সময়ে বাংলার স্থাপত্য শিল্পে ইরানি প্রভাব পড়তে শুরু করে?

     ক. সুলতানি আমল থেকে    

     খ. প্রাচীন বাংলার শুরু থেকে

     গ. ইংরেজ শাসনের প্রথম থেকে

     ঘ. ইংরেজ শাসনের শেষ থেকে

৯।    নিচের লেখকদের মধ্যে বাংলাদেশের খ্যাতনামা নাট্যকার নন কে?

     ক. শওকত ওসমান      

     খ. মুনীর চৌধুরী

     গ. সেলিম আল দীন      

     ঘ. শামসুল হক

১০।   দিঘাপতিয়ার জমিদারবাড়ি কোথায় অবস্থিত?

     ক. নাটোর      

     খ. দিনাজপুর

     গ. রাজশাহী      

     ঘ. রংপুর

১১।   কিভাবে প্রত্নসংগ্রহশালা পরিচালিত হয়?

     ক. প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক    

     খ. নৃবিজ্ঞান বিভাগ কর্তৃক

     গ. প্রশাসন বিভাগ কর্তৃক    

     ঘ. আইন বিভাগ কর্তৃক

১২।   রবীন্দ্র স্মৃতিজড়িত স্থান হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?

     ক. ঢাকার আহসান মঞ্জিল        

     খ. ময়মনসিংহ শহর

     গ. কুষ্টিয়ার কুঠিবাড়ি      

     ঘ. রংপুরের তাজহাট

     নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নে উত্তর দাও :

     রহিম লেখাপড়ায় ভালো। পাশের বাসার রুমার সঙ্গে তার বন্ধুত্ব হয়। দুজনে অযথা অনেক সময় নষ্ট করে। ফলে সে আস্তে আস্তে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ে। এতে সে পরীক্ষায় খারাপ করে।

১৩।   উদ্দীপকে রহিম পড়াশোনায় অমনোযোগী হয়েছে মূলত—

     ক. বন্ধুত্ব করার ফলে      

     খ. সঙ্গীর প্রভাবের ফলে

     গ. অনুকরণের ফলে      

     ঘ. অভিভাবকের কারণে

১৪।   রহিমের পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য প্রয়োজন—

     i. খারাপ সঙ্গ ত্যাগ করা

     ii. ভালো সঙ্গীর সংস্পর্শে আসা

     iii. পিতামাতা ও বড়দের অমান্য করা

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii

     খ. ii ও iii

     গ. i ও iii

     ঘ. i, ii ও iii

১৫।   মেধা ও চিন্তার বিকাশ ঘটাতে কোন মাধ্যমটির গুরুত্ব রয়েছে?

     ক. ই-কমার্স          

     খ. ই-মেইল

     গ. টুইটার            

     ঘ. টেলিভিশন

১৬।   নারী উন্নয়নের লক্ষ্যে সরকারি কার্যক্রম হচ্ছে—

     i. নারীর অধিকার বৃদ্ধি করা

     ii. নারীনীতি বাস্তবায়ন করা

     iii. নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করা

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii

     খ. ii ও iii

     গ. i ও iii

     ঘ. i, ii ও iii

১৭।   দুস্থ নারী ও শিশুদের জন্য সমাজের মানুষের দায়িত্ব হতে পারে যা—

     i. বর্ণবৈষম্যহীন আচরণ করা

     ii. সাধ্যমতো সাহায্য করা

     iii. পুনর্বাসনের জন্য যথাসাধ্য চেষ্টা করা

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii

     খ. ii ও iii

     গ. i ও iii

     ঘ. i, ii ও iii

১৮।   বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমের গতিধারা বোঝা যাবে—

     i. জিডিপিতে বৃদ্ধি বা কমা দেখে

     ii. জিএনপির বৃদ্ধি বা কমা দেখে

     iii. জিএনআইয়ের বৃদ্ধি বা কমা দেখে

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii

     খ. ii ও iii

     গ. i ও iii

     ঘ. i, ii ও iii

১৯।   বাংলাদেশের প্রশাসনিক কাজ পরিচালিত হয় কোথা থেকে?

     ক. সংসদ ভবন    

     খ. গণভবন      

     গ. সচিবালয়      

     ঘ. সুপ্রিমকোর্ট

২০।   কোন বিভাগ সরকারের আয়-ব্যয় নিয়ন্ত্রণ করে?

     ক. আইন বিভাগ        

     খ. শাসন বিভাগ        

     গ. বিচার বিভাগ        

     ঘ. রাষ্ট্রপতির দপ্তরউত্তরগুলো মিলিয়ে নাও

১. ক ২. খ ৩. ক ৪. ক ৫. ক ৬. ক

৭. গ ৮. ক ৯. ক ১০. ক ১১. ক

১২. গ ১৩. খ ১৪. ক ১৫. ঘ ১৬. ঘ ১৭. ঘ  ১৮. ঘ ১৯. গ ২০. ক


শামীমা ইয়াসমিন, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ উত্তরা, ঢাকা   

e-Schoolbd সবার জন্য শিক্ষা

No comments:

Post a Comment

Copyright © ejobscircular24