Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!.

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিজ্ঞান | ejobscircular24

Government - Non Government job circular and news of Bangladesh

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিজ্ঞান


পিইসি পরীক্ষা-২০১৬

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিজ্ঞান

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের জন্য পরীক্ষার উপযোগী প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেওয়া হলো। তবে তোমরা বইয়ের অনুশীলনী চর্চার সাথে এগুলো মিলিয়ে নাও।প্রশ্ন : পরিবেশের উপাদানগুলোকে কয় ভাগে ভাগ করা যায় ?

উত্তর : দুই ভাগে।

প্রশ্ন : পরিবেশের কয়েকটি জড় উপাদানের নাম লিখ।

উত্তর : কয়েকটি জড় উপাদানের নাম হচ্ছে— মাটি, পানি, বায়ু, গাড়ি, চেয়ার, টেবিল ইত্যাদি।

প্রশ্ন : পরিবেশের উপর জীবের নির্ভরশীলতার দুটি উদাহরণ দাও।

উত্তর : পরিবেশের উপর নির্ভরশীলতার দুটি উদাহরণ হলো—

ক) বায়ু ও পানি ছাড়া উদ্ভিদ বা প্রাণী কেউই বাঁচতে পারে না।

খ) উদ্ভিদের উপর খাদ্যের জন্য প্রাণীরা নির্ভরশীল।

প্রশ্ন : প্রাণী ও উদ্ভিদ কী ছাড়া বেঁচে থাকতে পারে না ?

উত্তর : প্রাণী ও উদ্ভিদ বায়ু ছাড়া বেঁচে থাকতে পারে না।

প্রশ্ন : উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য যে যে উপাদান প্রয়োজন সেগুলোর নাম লিখ।

উত্তর : উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য যেসব উপাদান প্রয়োজন, তার মধ্যে দুইটির নাম হলো— ক) পানি; খ) বায়ু।

প্রশ্ন : খাদ্যজাল কী ?

উত্তর : খাদ্যজাল হলো কতগুলো খাদ্যশৃঙ্খলের সমষ্টি যাদের একটি অন্যটির সাথে পরষ্পর সম্পর্কযুক্ত।

প্রশ্ন : খাদ্যশৃঙ্খলের একটি উদাহরণ লেখ।

উত্তর : খাদ্যশৃঙ্খলে একটি উদাহরণ হলো—

ঘাস— ঘাসফরিং— ব্যাঙ— সাপ।

প্রশ্ন : পানিতে বাস করে এমন দুটি উদ্ভিদের নাম লেখ।

উত্তর : পানিতে বাস করে এমন দুটি উদ্ভিদের নাম হলো—

ক) শাপলা খ) কচুরিপানা।

প্রশ্ন : খাদ্যশৃঙ্খল কাকে বলে ?

উত্তর : সূর্যশক্তি খাদ্যের মাধ্যমে এক জীব হেত অপর জীবে স্থানান্ত্মরের ফলে যে শৃঙ্খল গঠিত হয়, তাকে খাদ্যশৃঙ্খল বলে।

প্রশ্ন : খাদ্যজাল কীভাবে তৈরি হয় ?

উত্তর : পরিবেশে বিদ্যমান খাদ্যশৃঙ্খলগুলো একটি অপরটির সাথে যুক্ত হয়ে খাদ্যজাল তৈরি করে।

প্রশ্ন : উদ্ভিদের বীজ কীভাবে সৃষ্টি হয় ?

উত্তর : পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়।

প্রশ্ন : বীজের বিস্তরণ কী ?

উত্তর : মাতৃউদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ।

প্রশ্ন : শক্তি প্রবাহ কী ?

উত্তর : বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন। উদ্ভিদ সূর্য থেকে শক্তি পায়। আর প্রাণী শক্তি পায় খাদ্য থেকে।  এটাই শক্তি প্রবাহ।

প্রশ্ন : উদ্ভিদ কিসের জন্য প্রাণীর উপর নির্ভরশীল ?

উত্তর : উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ণ ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল।

প্রশ্ন : মানুষ নির্ভর করে এমন তিনটি জড় বস্তুর উদাহরণ দাও।

উত্তর : মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তু হলো—

মাটি, ২. পানি ও ৩. বায়ু।

প্রশ্ন : পরাগায়ন কী ?

উত্তর : নিষেকের উদ্দেশ্যে দুটি ফুলের পরাগ সংযোহকে পরাগায়ন বলে।

প্রশ্ন : সকল প্রাণীই বায়ু থেকে কী গ্রহণ করে?

উত্তর : অক্সিজেন।

প্রশ্ন : বায়ু কোন দুটি উপাদানের জন্য প্রধানতঃ উদ্ভিদ ও প্রাণি একে অপরের উপর নির্ভরশীল ?

উত্তর : অক্সিজেন ও কার্বনডাইঅক্সাইড

প্রশ্ন : সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে বলে পরিবেশে কী থাকে?

উত্তর : কার্বনডাই অক্সাইড স্থিতিশীল থাকে।

প্রশ্ন : মাটি, পাখি, উদ্ভিদ, মাছ এর মধ্যে কোনটি জড় পরিবেশের উপাদান ?

উত্তর : মাটি

প্রশ্ন : কোনটির মাধ্যমে কীটপতঙ্গ ও পাখি উদ্ভিদকে সহায়তা করে ?

উত্তর : পরাগায়ন ।

প্রশ্ন : কোনটি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে?

উত্তর : উদ্ভিদ।                                             প্রশ্ন : পরিবেশ দূষণ বলতে কী বোঝ?

উত্তর : পরিবেশের কোন পরিবর্ত যখন আমাদের ক্ষতি করে তখন তাকে পরিবেশ দূষণ বলে।

প্রশ্ন : পরিবেশ দূষণের উত্সসমূহ কী ?

উত্তর : শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধরণের জীবাশ্ম জ্বালানি যেমন— তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদির ব্যবহারই পরিবেশ দূষণের প্রধান উত্স। সর্বোপরি জনসংখ্যা দূষণের বড় একটি কারণ।

প্রশ্ন : এসিড বৃষ্টি কী ?

উত্তর : যে বৃষ্টির পানিতে সালফিউরিক এসিড, নাইট্রিক এসিড এবং অল্প পরিমাণে হাইড্রোক্লোরিক এসিড বিদ্যমান থাকে, তাকে এসিড বৃষ্টি বলে।

e-Schoolbd সবার জন্য শিক্ষা

No comments:

Post a Comment

Copyright © ejobscircular24